সাউথ এশিয়া ডেস্ক:দক্ষিণ চীন সাগরে চীনা বিমান বাহিনীর ‘বিপজ্জনক ও উস্কানিমূলক কর্মকাণ্ডের’ তীব্র নিন্দা জানিয়েছে ফিলিপাইন। শনিবার (১০ আগস্ট) দেশটির সামরিক বাহিনী এই নিন্দা জানায়। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ২০২২ মাসালে প্রেসিডেন্ট ফার্দিনান্দ র্কোস জুনিয়র দায়িত্ব নেওয়ার পর এই প্রথম ফিলিপিনো নৌবাহিনী বা উপকূলরক্ষী জাহাজকে লক্ষ্য করে চীনা বিমানের বিপজ্জনক কর্মকাণ্ড নিয়ে অভিযোগ করলো ফিলিপাইন। এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনী বলেছে, বৃহস্পতিবার সকালে স্কারবোরো শোলে একটি নিয়মিত সামুদ্রিক টহল পরিচালনার সময় ফিলিপাইন বিমান বাহিনীর এনিমিস-২১২আই’র যাত্রা পথে চীনা বিমান বাহিনীর দুটি বিমান একটি বিপজ্জনক কৌশল চালায়
এবং অগ্নিশিখা নিক্ষেপ করে। ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান রোমিও ব্রাউনার বলেছেন, এই ঘটনাটি ‘ফিলিপাইনের সামুদ্রিক অঞ্চলে সম্প্রতি আমাদের সামুদ্রিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনাকারী কর্মীদের জীবনকে বিপন্ন করে তুলেছে।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।