ডেস্ক রিপোর্ট: নাক ও নাকের আশেপাশের ত্বক কালচে দেখালে বুঝবেন ব্ল্যাকহেডস আটকে দিয়েছে রোমকূপ। মরা চামড়া, তেল ও ধুলাবালি জমে সৃষ্টি হয় এগুলোর। বেশ দৃষ্টিকটু লাগে এগুলো। ঘরোয়া উপায়েই দূর করতে পারেন ব্ল্যাকহেডস। জেনে নিন প্রতিকার। গুঁড়া চিনি, সাদা টুথপেস্ট, লেবুর রস ও মধু মিশিয়ে নাকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ২ চা চামচ লবণ ও ১ চা চামচ টুথপেস্ট একসঙ্গে মেশান। মিশ্রণটি পুরু করে লাগান যেখানে ব্ল্যাকহেডস রয়েছে সেখানে। কয়েক মিনিট ম্যাসাজ করুন ধীরে ধীরে। মিশ্রণটি ৫ মিনিট রেখে দিন ত্বকে। হালকা গরম পানি ও মাইল্ড ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন ত্বল। স্ক্রাবারটি বন্ধ হয়ে যাওয়া লোমকূপের গভীর থেকে দূর করবে ময়লা ও দূর করবে ব্ল্যাকহেডস। পুদিনা পাতার রস করে নিন। এর মধ্যে গুঁড়া হলুদ বা বাটা হলুদ দিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন। এ বার এই মিশ্রণ ব্ল্যাকহেডস আক্রান্ত জায়গাগুলোতে মাখিয়ে দিন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন। মুখে ব্ল্যাকহেডস আক্রান্ত অংশে ভাল করে মধু মাখিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই মধু ত্বককে কোমল রাখে আর লোমকূপকে রাখে সংকুচিত। ফলে ব্ল্যাকহেডস নিরাময় হয়, নতুন ব্ল্যাকহেডস হয় না।
১টি ডিমের সাদা অংশের সঙ্গে ১ চা চামচ মধু মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। ত্বকে লাগিয়ে রাখুন মিশ্রণটি। শুকিয়ে গেলে টেনে উঠিয়ে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন মুখ। হালকা করে বরফ ঘষে নিন ত্বকে। সপ্তাহে একবার অথবা দুইবার এটি ব্যবহার করুন। ধীরে ধীরে কমতে থাকবে ব্ল্যাকহেডস। বিশেষ করে তৈলাক্ত ত্বকের জন্য এই মাস্কটি খুবই কার্যকর। ২ টেবিল চামচ ওটমিল গুঁড়া সঙ্গে ২ টেবিল চামচ টক দই, ১ টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ অলিভ অয়েল ভালো করে মিশিয়ে নিন। মিহি পেস্ট তৈরি হলে ত্বকে ঘষে ঘষে লাগান। ২০ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ২ টেবিল চামচ বেকিং সোডা পানির সঙ্গে মিশিয়ে নাকের আশেপাশে ম্যাসাজ করুন। চলে যাবে ব্ল্যাকহেডস।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।