ডেস্ক রিপোর্ট: এই মাসে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সাকিব আল হাসানকে রেখেই ১৬ জনের দল ঘোষণা করেছেন নির্বাচকরা। নির্ধারিত সময়ের পাঁচ দিন আগেই পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ দল। এই সফরে ২১ ও ৩০ আগস্ট টেস্ট ম্যাচ খেলবে লাল সবুজ জার্সিধারীরা। রবিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।
সাকিবের টেস্ট দলে থাকা না থাকা নিয়ে গুঞ্জন ছিল। অবশেষে তাকে নিয়েই দল ঘোষণা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। বৈষম্যবিরোধী আন্দোলনে সাকিবের নীরব ভূমিকা ও আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দলে থাকবেন কিনা- এই নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়। ছাত্রদের অনেকেই মনে করেন, সাকিবকে দল থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক। ফলে এই নির্বাচক প্যানেল প্রচণ্ড চাপে ছিল। তারপরও তাকে রেখেই দলের তালিকা জমা দিয়েছিল তারা।শেষ পর্যন্ত বোর্ডের অনুমোদন সাপেক্ষে সাকিবকে নিয়েই দল ঘোষণা করা হয়।
বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতার কারণে পাকিস্তানে দুই টেস্ট সিরিজ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও শঙ্কা কেটে গেছে। সোমবার পাকিস্তানে উড়াল দেবে নাজমুল হোসেন শান্তর দল। তবে পূর্বপরিকল্পিত সময়ের পাঁচ দিন আগেই রওনা হচ্ছে তারা।
মূলত অনুশীলন ঘাটতির কারণে বিসিবি একটু আগে ভাগে পাকিস্তান যাওয়ার এমন সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচক প্যানেলের দেওয়া পাকিস্তান সিরিজের দলে সাকিব থাকলেও তিনি কানাডা থেকে দুবাই হয়ে দলের সঙ্গে সরাসরি পাকিস্তানে যোগ দেবেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।