ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়াকে অস্থিতিশীল করতে হাজার হাজার ইউক্রেনীয় সেনা কুরস্কে অভিযান চালিয়ে যাচ্ছে। অভিযানের ষষ্ঠ দিনে ইউক্রেনের একজন শীর্ষ কর্মকর্তা জানান, আমরা আক্রমণাত্মক অবস্থানে রয়েছি। আমাদের লক্ষ্য শত্রু সেনাদের মোতায়েনকে বিস্তৃত করা ও সর্বাধিক ক্ষতি সাধন এবং রাশিয়াকে অস্থিতিশীল করে তোলা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। রাশিয়ার সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার শুরু হওয়া হামলায় সীমান্তের ওপারে ইউক্রেনীয় সেনাদের সংখ্যা প্রায় ১ হাজার। তবে ইউক্রেনীয় কর্মকর্তা সেনাদের সংখ্যা আরও বেশি দাবি করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার এই আক্রমণের কথা প্রথমবারের মতো স্বীকার করেছেন। তিনি বলেছেন, আমরা যুদ্ধকে আক্রমণকারীর ভূখণ্ডের দিকে ঠেলে দিচ্ছি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক হামলা শুরু করে রাশিয়া। দুই বছরের বেশি সময় ধরে চলমান যুদ্ধে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণের বেশ কিছু ভূখণ্ড দখল করেছে মস্কোর সেনারা। ইউক্রেন পাল্টা হামলায় কিছু ভূখণ্ড পুনরুদ্ধার করলেও এখন তারা লোকবল ও অস্ত্রের সংকটে ভুগছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।