নিজের ছুটি বাতিল করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:৫৮, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

নিজের ছুটি বাতিল করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

editorbd
প্রকাশিত আগস্ট ১১, ২০২৪
নিজের ছুটি বাতিল করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

লন্ডন অফিস: যুক্তরাজ্যে মুসলিম ও শরণার্থীদের মধ্যে চলমান দাঙ্গা হাঙ্গামার জেরে এবার নিজের ছুটি বাতিল করলেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শনিবার (১০ আগস্ট) ডাউনিং স্ট্রিট সূত্র জানায়, বর্ণবাদী দাঙ্গার বিষয়ে তার সরকারকে আরো বেশি নজর রাখতে পরিকল্পিত ছুটি বাতিল করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির বরাত দিয়ে ডাউনিং স্ট্রিটের সূত্র জানায়,আগামী সপ্তাহে পূর্বপরিকল্পিত ছুটি নিচ্ছেন না স্টারমার।

গত ২৯ জুলাই দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর সাউথপোর্টে ছুরিকাঘাতে ৩ শিশুর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ-সহিংসতা শুরু হয়। ছুরিকাঘাতে জড়িত আটক সন্দেহভাজনকে মুসলিম শরণার্থী হিসেবে অনলাইনে প্রচার করা হয়। এরপর থেকে দেশব্যাপী শরণার্থী ও মুসলিম বিরোধী আন্দোলন বাড়তে থাকে। যদিও তাদের বিপরীতে প্রতিবাদকারীর সংখ্যাও দিন দিন বাড়ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।