প্রমাণ জমা দিতে ব্যর্থ হয়েছে বিরোধীরা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৫৮, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

প্রমাণ জমা দিতে ব্যর্থ হয়েছে বিরোধীরা

editorbd
প্রকাশিত আগস্ট ১১, ২০২৪
প্রমাণ জমা দিতে ব্যর্থ হয়েছে বিরোধীরা

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভেনিজুয়েলার সুপ্রিম কোর্ট জানিয়েছে,গত ২৪ জুলাইয়ের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনও প্রমাণ জমা দেয়নি বিরোধীরা। শনিবার (১০ আগস্ট) প্রধান বিচারপতি ক্যারিসলিয়া রদ্রিগেজ সতর্ক করেছেন যে বিজয়ী নির্ধারণে তার সিদ্ধান্তই চূড়ান্ত হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। আদালত মাদুরো এবং নির্বাচনি সংস্থার ভোট গণনা গ্রহণ করেছে বলেও জানান রদ্রিগেজ।

বিচারপতি বলেন, একবার নির্বাচনি তদন্ত শেষ হলে, আদালতের রায় বিরুদ্ধে আপিল করা যাবে না এবং এতে সম্মতি দেওয়া বাধ্যতামূলক হবে। গত ২৮ জুলাইয়ের নির্বাচনের পর, ভেনিজুয়েলার নির্বাচন কর্তৃপক্ষ মাদুরোকে জয়ী ঘোষণার পর থেকে লাতিন আমেরিকার দেশটিতে রাজনৈতিক সংকট চলছে। দেশটির নির্বাচন কর্তৃপক্ষকে মাদুরোর প্রতি অনুগত বলে দাবি করে
বিরোধীরা ঘোষণা দেয় যে, নির্বাচনে তাদের প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ জয়ী হয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।