উপদেষ্টাদের সতর্ক করলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:০৫, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

উপদেষ্টাদের সতর্ক করলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

editorbd
প্রকাশিত আগস্ট ১২, ২০২৪
উপদেষ্টাদের সতর্ক করলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ

ডেস্ক রিপোর্ট: বক্তব্য দেওয়ার সময় ৫ আগস্টে গণভবন ও সংসদ ভবনের চিত্র মাথায় রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার (ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত ‘শেখ হাসিনার বিচার দাবি ও ক্যাম্পাসে দখলদারির ছাত্র রাজনীতি বন্ধ’ শীর্ষক বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ আহ্বান জানান।

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সতর্ক করে দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ছাত্র-জনতাকে মনে করিয়ে দিতে চাই, একইসঙ্গে যারা উপদেষ্টা আছেন, আজকে অনেক উপদেষ্টাকে দেখছি, খুনিদের পুনর্বাসন করার বক্তব্য দিতে। আমরা সেই সব উপদেষ্টাকে মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন। সুতরাং যখন কোনও বক্তব্য দেবেন, আপনার সামনে যেন ৫ আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে।’

হাসনাত বলেন, ‘যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, যারা হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র-জনতা যেভাবে তাদের উপদেষ্টা বানিয়েছি, ঠিক একইভাবে গদি থেকে নামাতেও দ্বিধাবোধ করবো না।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।