আশা তাসকিনের - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, ভোর ৫:৫৫, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

আশা তাসকিনের

editorbd
প্রকাশিত আগস্ট ১২, ২০২৪
আশা তাসকিনের

ডেস্ক রিপোর্ট: গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স হয়েছে সমালোচিত। কোনোভাবেই আন্তর্জাতিক ক্রিকেটে হতাশা কাটিয়ে উঠতে পারছে না তারা। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা সরকারের ক্ষমতা হারানোর পর প্রশ্নবিদ্ধ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও বদলের আভাস পাওয়া যাচ্ছে। পুরো দেশে পরিবর্তনের পালে হাওয়া লেগেছে। সেই ধারাবাহিকতায় দেশের ক্রিকেটও বিবর্ণ সময় পেরিয়ে বর্ণিল হয়ে উঠবে, আশা ক্রিকেটপ্রেমীদের। দেশের অন্যতম সেরা পেসার তাসকিন
আহমেদও সেই আশাবাদ ব্যক্ত করেছেন।

সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। সেখানে দুটি টেস্ট খেলবে তারা। আর এই সিরিজের স্কোয়াডে ফিরেছেন তাসকিন, প্রায় ১৩ মাস পর সাদা পোশাক পরার অপেক্ষায় যিনি।
বিমানে ওঠার আগে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এই পেসার বলেছেন, ‘আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ। অবশ্যই আমরা (ভালো ফল) চাই। আপনারাও দোয়া করেন। দেশে এই মুহূর্তে সবকিছু পরিবর্তন হচ্ছে। আমাদের পারফরম্যান্সও যেন ভালো হয় এবং
সবাইকে খুশি করতে পারি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।