যুক্তরাষ্ট্র অফিস: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী একটি সাবমেরিন মোতায়েন করেছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আরও জানিয়েছেন, যে বিমানবাহী রণতরি ইতোমধ্যে এই অঞ্চলে পাঠানো হয়েছিল, তা দ্রুত
পৌঁছাবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
সম্প্রতি হিজবুল্লাহ ও হামাসের উচ্চ পদস্থ নেতাদের হত্যার পর সম্ভাব্য বৃহত্তর আঞ্চলিক সংঘাতের শঙ্কার প্রতিক্রিয়া হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে দাবি যুক্তরাষ্ট্রের। অস্টিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যেকোনও আক্রমণ থেকে রক্ষা করতে সম্ভাব্য সব পদক্ষেপ নেবে।
৩১ জুলাই তেহরানে হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়েহ হত্যার পর ইরান কীভাবে ও কখন প্রতিক্রিয়া জানাবে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইরান এই হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে এবং এর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। ইসরায়েল এই বিষয়ে মন্তব্য করেনি, তবে হত্যায় যুক্ত থাকার সম্ভাবনা ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।