যুক্তরাষ্ট্র অফিস: ভাব প্রকাশের অন্যতম মাধ্যম ভাষা। সময়ের সঙ্গে সঙ্গে প্রত্যেক ভাষারই বিবর্তন ঘটে। এই বিবর্তনে অনেক পুরনো শব্দ হারিয়ে যায়, সময়ের প্রয়োজনে যোগ হয় নতুন নতুন শব্দ। তবে বর্তমানে জেনারেশন আলফা শিশুদের মধ্যে
যে বিশেষ ভাষা ও শব্দের বিস্তার, সেগুলো দুর্বোধ্য ঠেকছে বাবা-মায়েদের কাছে। বিশেষ ধরনের এই শব্দ ব্যবহারের কারণে সন্তানদের সঙ্গে সঠিকভাবে ভাব বিনিময় করতে পারছেন না তারা। অনলাইনে প্রসার ঘটা এই শব্দগুলো বড়দের জন্য দুর্বোধ্য
ঠেকলেও জেন আলফার মধ্যে ব্যাপক জনপ্রিয়। মার্কিন সংবাদমাধ্যম এনবিসির এক প্রতিবেদনে বিষয়টি নিয়ে আলোকপাত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জেন আলফা শিশুদের মধ্যে বেশ কিছু শব্দের ব্যবহার লক্ষ্য করছেন বাবা-মায়েরা। সেসব শব্দের অর্থ কখনও গালি, কখনও প্রশংসামূলক কিছু,কখনও বা নিতান্তই বলার জন্য বলা–যার আদৌ কোনও অর্থ নেই। শুরুতেই জেন আলফা শিশুদের মধ্যে ‘স্কিবিডি’ শব্দটির ব্যবহারের আধিক্য দেখা যায়। এই ‘গালিবাচক’ শব্দটি বিশেষত ১৪ বছর বয়সী শিশুদের মধ্যে বেশ জনপ্রিয়। রাতের খাবারের সময় শিশুদের মুখে এই শব্দ শুনতে শুনতে কান ঝালাপালা হওয়ার উপক্রম হয় বাবা-মায়েদের। শব্দটির অর্থ হতে পারে; খারাপ, দারুণ বা আদতে কিছুই না। এরকম আরও অনেক অদ্ভুত অদ্ভুত পরিভাষা আছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।