সীমান্তে পিঠ দেখাবেন না: বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা

Daily Ajker Sylhet

editorbd

১৩ আগ ২০২৪, ১২:০১ অপরাহ্ণ


সীমান্তে পিঠ দেখাবেন না: বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, সীমান্তে আমাদের লোক মারে, আর বিজিবিকে পতাকা বৈঠক করতে বাধ্য করা হয়। বৈঠক করে বলা হতো সব ঠিক হয়ে গেছে। আমি বিজিবিকে বলেছি, পিঠ দেখাবেন না। যথেষ্ট হয়েছে, আর নয়। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
কর্মসূচিকে কেন্দ্র করে আহত বিজিবি সদস্যদের দেখতে পিলখানায় বিজিবি হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে চিকিৎসাধীন শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়েও খোঁজ-খবর নেন। তাদের খোঁজ-খবর নেওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, বিজিবি নয়,পুলিশ, র‌্যাব ও আনসারকেও দানব বানানো হয়েছে। আমি যতদিন আছি ততদিন ন্যায়বিচার (জাস্টিস) রক্ষা করে যাবো। তিনি বলেন,আমরা ইতোমধ্যে কিছু অ্যাকশনে গিয়েছি। যারা পুলিশকে দানব বানিয়েছে, ফ্যাসিস্ট পার্টির ফ্যাসিস্ট প্রোপাগান্ডায় এসব ফোর্সকে নষ্ট করা হয়েছে। তারাই বিজিবিকে সীমান্তে পিঠ দেখাতে বলেছে। অথচ বিজিবির সীমান্তরক্ষা করার কথা। নো মোর, নো মোর। ইনশাল্লাহ আর এটি কখনও হতে দেওয়া হবে না। সীমান্তে পিঠ দেখাবেন না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।