ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা জোরদার করেছে রাশিয়া - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:২৪, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা জোরদার করেছে রাশিয়া

editorbd
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৪
ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা জোরদার করেছে রাশিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের পুর্বাঞ্চলীয় পোকরোভস্কে গত ২৪ ঘণ্টায় রুশ হামলা বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) ইউক্রেনীয় সেনাবাহিনী জানিয়েছে, গত সপ্তাহের মধ্যে রণক্ষেত্রে গতদিনে সর্বোচ্চ সংখ্যক লড়াই হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। রণক্ষেত্রের নিয়মিত অগ্রগতির প্রতিবেদনে ইউক্রেনীয় সেনাবাহিনীর জেনারেল স্টাফ বলেছে, পোকরোভস্কে ৫২টি স্থানে লড়াই চলছে। বিগত সপ্তাহে হামলার সংখ্যা ছিল দিনে ২৮ থেকে ৪২টি। সেনাবাহিনী আরও বলেছে, মূলত এই অঞ্চলের কেন্দ্রস্থল থেকে ২০ কিলোমিটার দূরে হ্রোদিভকা ও ঝেলান্নে গ্রাম এবং এর আশেপাশে গত ২৪ ঘণ্টায় আক্রমণ বেশি হয়েছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।