ডেস্ক রিপোর্ট: শেখ হাসিনা সরকারের পতনের পর লুটপাটের শিকার হয় দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড। ক্লাবের অস্থায়ী ভবনের ৮টি কক্ষের প্রতিটিতে ভাঙচুর চালানো হয়। নগদ অর্থের পাশাপাশি লুট করা হয় ক্লাবের ৫২ বছরের অর্জনের সব স্মারক ট্রফি। ক্ষয়ক্ষতি দেখতে মঙ্গলবার বিকালে বিভিন্ন ডিসিপ্লিনের আবাহনীর সাবেক খেলোয়াড় ও কয়েকজন সাবেক-বর্তমান পরিচালক এসেছিলেন ক্লাব প্রাঙ্গণে। তারা আকুতি জানালেন দেশের অন্যতম সেরা এই ক্লাবটির ট্রফি ও গুরুত্বপূর্ণ নথিপত্র ফেরত দেওয়ার।
গত ৫ আগস্ট বিকাল ৫টার পর প্রায় তিনশ-চারশ’ অজ্ঞাত বিক্ষোভকারী এসে চড়াও হয় আবাহনীর অস্থায়ী অফিসে। মূল ফটক বরাবর থাকা আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামালের প্রতিকৃতিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এতে অর্ধেকের বেশি পুড়ে গেছে প্রতিকৃতি। এছাড়া অফিস ভবনে ঢুকে প্রতিটি কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, বৈদ্যুতিক বাতি, ফ্যান, ল্যাপটপ, কম্পিউটার- সব কিছুই লুট করে নিয়ে যায় তারা। অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করার পাশাপাশি সব ট্রফি লুট করে নিয়ে যায় তারা। যদিও পরবর্তীতে বেশ কিছু ট্রফি ফেরত পেয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।