সিএএ-র ভিত্তিবর্ষ হোক ২০২৪, দাবি তুললেন বিজেপির বিধায়করা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:১৯, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

সিএএ-র ভিত্তিবর্ষ হোক ২০২৪, দাবি তুললেন বিজেপির বিধায়করা

editorbd
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৪
সিএএ-র ভিত্তিবর্ষ হোক ২০২৪, দাবি তুললেন বিজেপির বিধায়করা

সাউথ এশিয়া ডেস্ক:ভারতজুড়ে সদ্য চালু হওয়া সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর ভিত্তিবর্ষ পরিবর্তনের দাবি তুলে সোচ্চার হলেন পশ্চিমবঙ্গের বিজেপির উদ্বাস্তু বিধায়করা। তাদের দাবি, বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি তাতে হিন্দুদের রক্ষা করতে গেলে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের উচিত সিএএ-র ভিত্তিবর্ষ ৩১ ডিসেম্বর ২০১৪ সালের পরিবর্তে ২০২৪ সাল পর্যন্ত করা হোক।

সর্বভারতীয় স্তরে উদ্বাস্তু আন্দোলনের নেতা তথা কল্যানীর বিজেপির বিধায়ক আইনজীবী অম্বিকা রায় এই দাবি করে বলেন, ‘এটি আমাদের সমগ্র উদ্বাস্তু সমাজের দাবি। যে সমস্যার কারণে এই আইনটি সংশোধন করা হয়েছে, সেই সমস্যা আজও চলছে। বাংলাদেশে যেকোনও রাজনৈতিক পালাবদল শুধু নয়, প্রত্যেক বছরই কমবেশি হিন্দুদের ওপর হামলা, মন্দির-প্রতিমা ভাঙচুরের মতো ঘটনা ঘটেই চলেছে। তাই যারা ওপার থেকে ভিটে-মাটি ছেড়ে আসছেন তারা কী করবেন? তারা তো আর বাংলাদেশে ফিরে যেতে পারবেন না।

তাই সিএএ-র যে সময়সীমা ছিল ৩১ ডিসেম্বর ২০১৪, তা বাড়িয়ে ২০২৪ সাল পর্যন্ত করা হোক। আমি মনে করি, বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে সেটি ভেবেই, আমাদের কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বও এ বিষয়ে সহমত হবেন। এখন যারা চলে এসেছেন বা আগামী কয়েক দিনের মধ্যে যেকোনোভাবে যারা এ দেশে চলে আসবেন তারা কোথায় যাবেন? সেকথা ভেবেই ভিত্তিবর্ষের তারিখ পরিবর্তন সময়ের প্রয়োজনেই জরুরি হয়ে পড়েছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।