ট্রাম্প-মাস্ক সাক্ষাৎকার বিলম্বে সাইবার হামলার অভিযোগ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:২৮, ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ট্রাম্প-মাস্ক সাক্ষাৎকার বিলম্বে সাইবার হামলার অভিযোগ

editorbd
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৪
ট্রাম্প-মাস্ক সাক্ষাৎকার বিলম্বে সাইবার হামলার অভিযোগ

যুক্তরাষ্ট্র অফিস: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ধনকুবের ইলন মাস্কের বহুল প্রতীক্ষিত সাক্ষাৎকারটি সাইবার হামলার জেরে বিলম্ব হয়েছিল। নির্ধারিত সময়ের আধা ঘণ্টার বেশি সময় পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সাক্ষাৎকারটি সরাসরি প্রচার শুরু হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। সাক্ষাৎকার বিলম্বের কারণ হিসেবে এক্সে দেওয়া পোস্টে ইলন মাস্ক জানান,‘এক্স প্ল্যাটফর্মে বড় ধরনের সাইবার হামলা হয়েছে। এটা ঠিকঠাক করার চেষ্টা করা হচ্ছে।’ সাক্ষাৎকার নিয়ে মানুষের মধ্যে আগ্রহ ছিল বেশ। ইলন মাস্ক লিখেছেন, ‘একসঙ্গে যাতে ৮০ লাখ মানুষ এ সাক্ষাৎকার শুনতে পারেন, সে অনুযায়ী আমরা আমাদের ব্যবস্থাপনা পরীক্ষা-নিরীক্ষা করেছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।