ইউরোপে গরম বেড়েছে – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১২:৫৮, ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ


 

ইউরোপে গরম বেড়েছে

editorbd
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৪
ইউরোপে গরম বেড়েছে

লন্ডন অফিস: গত বছর বিশ্ব রেকর্ড গরম ছিল। প্রচণ্ড তাপদাহে এসময় ইউরোপে ৪৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশেষত এই অঞ্চলের দক্ষিণ দিকের দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (১২ আগস্ট)বার্সেলোনা ইন্সটিটিউট ফর
গ্লোবাল হেলথ (আইএসগ্লোবাল) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
জলবায়ু পরিবর্তনের ফলে তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকায়, ইউরোপীয়ানরা বিশ্বের সবচেয়ে দ্রুত-উষ্ণ হওয়া মহাদেশে বাস করে এবং তীব্র তাপ থেকে উদ্ভূত ক্রমবর্ধমান স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হয়।

স্প্যানিশ গবেষণা কেন্দ্রটির প্রতিবেদন অনুযায়ী,ক্রমবর্ধমান উষ্ণ আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য গত ২০ বছর ধরে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করার পর, তীব্রগরমে ২০২৩ সালের মৃত্যুর সংখ্যা-আগের বছরের জন্য অনুমান করা ৬০ হাজারের বেশি তাপ-সম্পর্কিত মৃত্যুর চেয়ে কম হয়েছে। তাপ-সম্পর্কিত নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে সতর্কতা মূলক ব্যবস্থা ও স্বাস্থ্য সেবা ব্যবস্থার উন্নয়ন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।