ইন্টারন্যাশনাল ডেস্ক: মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন জানিয়েছে, মঙ্গলবার (১৩ আগস্ট) মস্কোতে| এই বৈঠক অনুষ্ঠিন হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
বৈঠক সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে একটি পোস্ট দিয়েছে ক্রেমলিন। এতে বলা হয়, ‘চলমান ফিলিস্তিন-ইসরায়েল অস্থিরতা ও গাজা উপত্যকায় ভয়াবহতম মানবিক বিপর্যয়ের আলোকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে আশা করা যাচ্ছে।’রাষ্ট্রীয় সফরে সোমবার রাশিয়ার রাজধানী মস্কোতে আসেন আব্বাস। বুধবার পর্যন্ত এখানেই থাকবেন তিনি। এরপর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সাথে আলোচনার উদ্দেশে আঙ্কারা সফর করবেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।