বাংলাদেশের পাল্টা জবাব - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১০:৫৬, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বাংলাদেশের পাল্টা জবাব

editorbd
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৪
বাংলাদেশের পাল্টা জবাব

ডেস্ক রিপোর্ট: প্রথম ইনিংসে পাকিস্তান ১১৩ ওভারে ৪৪৮/৬ ডিক্লে. (শাহীন ২৮*, মোহাম্মদ রিজওয়ান ১৭১*, আগা সালমান ১৯, সৌদ শাকিল ১৪১, সাইম আইয়ুব ৫৬; শফিক ২, শান মাসুদ ৬, বাবর ০)| প্রথম ইনিংসে বাংলাদেশ ৯২ ওভারে ৩১৬/৫ (মুশফিক ৫৫*; লিটন ৫২*, জাকির ১২, শান্ত ১৬, মুমিনুল ৫০, সাদমান ৯৩, সাকিব ১৫) দিনের শেষ বলের আগের বলে জমাট বাঁধা লিটন দাস ও মুশফিকুর রহিমের জুটিটা ভেঙে দেওয়ার আশা করেছিল পাকিস্তানের। মুশফিকের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদনের পর আম্পায়ারের কাছে সাড়া না পেয়ে সংশয় নিয়ে রিভিউ নেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।

আল্ট্রা এজে স্পাইক ধরা পড়ায় মুশফিক টিকে যান, আর পাকিস্তান সবগুলো রিভিউ হারায়। বাংলাদেশের ব্যাটারদের বিরুদ্ধে এভাবেই ধুঁকেছে স্বাগতিকরা। তাদের ৪৪৮ রানের জবাবে বাংলাদেশ এখনও বড় ব্যবধানে পিছিয়ে, কিন্তু চার ফিফটিতে তারা শক্ত জবাব দিয়ে যাচ্ছে। ৫ উইকেটে ৩১৬ রানে তৃতীয় দিনের খেলা শেষ করেছে নাজমুল হোসেন শান্তর দল। এখনও তারা ১৩২ রানে পিছিয়ে। তৃতীয় সেশনে জুটি বাঁধেন লিটন ও মুশফিক। দুজনেই সাবলীল ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি করেন। ১১৮ বলে ৯৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে শনিবার চতুর্থ দিনের খেলা শুরু করবেন তারা। মুশফিক ৫৫ ও লিটন ৫২ রানে অপরাজিত আছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।