আলমারিতে ৫ শাল - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১০:২৫, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

আলমারিতে ৫ শাল

editorbd
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৪
আলমারিতে ৫ শাল

ডেস্ক রিপোর্ট: শীত আটকানোর পাশাপাশি স্টাইল স্টেটমেন্ট হিসেবে শীতের পোশাকের অনবদ্য। কাঁধের উপর ফেলে রাখা ফ্যাশনেবল একটি শাল আপনাকে এনে দিতে পারে মার্জিত লুক। আবার শাল জড়িয়েও দিব্যি স্টাইলিশ লুক নিয়ে আসতে পারেন। প্রচণ্ড শীতের এই সময়ে নানা ধরনের শালে ফ্যাশনেবল হয়ে উঠতে পারেন। দেখুন তো এই ৫ ধরনের শাল আপনার আলমারিতে আছে কিনা?

১। ক্লাসিক পশমিনা শাল
কমনীয়তার প্রতীক ক্লাসিক পশমিনা শাল। পশমিনা ভেড়া পাওয়া যায় লাদাখ ও হিমালয়ের জম্মু-কাশ্মীরের কিছু অংশে৷ পশমিনা ভেড়ার পশম থেকেই তৈরি হয় বিখ্যাত কাশ্মিরি পশমিনা শাল৷ হাতে তৈরি নিপুণ শিল্পকর্মের নিদর্শন এই শাল। পশমিনা ভেড়ার লোম ছেঁটে কাশ্মিরের শাল শিল্পীরা দীর্ঘ পরিশ্রমে একটি শাল তৈরি করেন। পশমিনা শাল যে কোনও পোশাকের সঙ্গে পরতে পারেন।

২। আরামদায়ক উলের শাল
একটি উলের শাল শীতে যেমন আরাম দেবে আপনাকে, তেমনি দেখতে চমৎকার শালগুলো মানিয়ে যাবে যেকোনো পোশাকের সঙ্গেই। শীতের পোশাকে রঙের ছোঁয়া নিয়ে আসতে প্রাণবন্ত প্যাটার্নের উলের শাল বেছে নিন। জিন্স এবং সোয়েটারের সাথে মিলিয়ে পরুন এই শাল। ফরমাল কোটের উপরেও পরতে পারেন অনায়াসে। মোটা উলের পাশাপাশি পাতলা উলের নকশা করা স্টাইলিশ শাল রয়েছে বাজারে।

৩। এমব্রয়ডারি করা সিল্ক শাল
এমব্রয়ডারি করা সিল্ক শালের বিলাসবহুল স্পর্শ আভিজাত্য নিয়ে আসবে লুকে। রাতের পার্টিতে নিখুঁত এই শালগুলো পরতে পারেন। জটিল সূচিকর্ম, পুঁতির কাজ বা সিকুইন করা এমব্রয়ডারি শাল জমকালো অনুষ্ঠানে মানিয়ে যাবে বেশ।

৪। মখমল শাল
আপনার সংগ্রহে একটি স্টেটমেন্ট মখমল শাল আছে তো? বিলাসবহুল এই ধরনের শালগুলো যেকোনো উৎসবে মানানসই। বার্গান্ডি, পান্না বা গাঢ় নীলের মতো রঙের শাল পোশাকের সৌন্দর্য বাড়িয়ে দেবে অনেকগুণে।
৫। বোহেমিয়ান ফ্রিংড শাল
এই ধরনের শালগুলো ঝালরযুক্ত হয়। উপজাতীয় বা জাতিগত নকশা দ্বারা অনুপ্রাণিত বোহেমিয়ান শাল সাধারণত পঞ্চ স্টাইলের হয়। ডেনিম এবং টিশার্টের সাথে চমৎকার মানানসই এ ধরনের শাল। পরা যায় গাউনের সাথে পেয়ার করা হোক বা ম্যাক্সি ড্রেসের উপরে লেয়ার করা হোক না কেন, একটি বোহেমিয়ান ফ্রিংড শাল অনায়াসে আপনার লুকে বোহো-চিকের ছোঁয়া দেয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।