ইতালির দুই সাংবাদিকের বিরুদ্ধে রাশিয়ায় মামলা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:১৪, ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ইতালির দুই সাংবাদিকের বিরুদ্ধে রাশিয়ায় মামলা

editorbd
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৪
ইতালির দুই সাংবাদিকের বিরুদ্ধে রাশিয়ায় মামলা

লন্ডন অফিস: রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা সুদঝা শহরে ঢুকে কাজ করায় ইতালির দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছে রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি৷ তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার অভিযোগ আনা হয়েছে৷ রাশিয়ার বার্তা সংস্থা তাস এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়৷ গত সপ্তাহে রাশিয়ার সুদঝা শহরের নিয়ন্ত্রণ নেয় ইউক্রেন ৷

ইতালির রাই টিভির সাংবাদিক স্টেফানিয়া বাতিসতিনি ও ক্যামেরাম্যান সিমোন ত্রাইনিসহ চারজন ইউক্রেনের সামরিক বাহিনীর সঙ্গী হয়ে প্রথম বিদেশি গণমাধ্যম হিসেবে সুদঝা শহর থেকে খবর পরিবেশন করেছেন৷ এ ঘটনায় মস্কোতে ইতালির রাষ্ট্রদূত সেসিলিয়া পিচ্চোনিকে ডেকে এর প্রতিবাদ জানিয়েছিল রাশিয়া৷ এই সময় রাষ্ট্রদূত মস্কোকে জানান, রাই টিভির সাংবাদিকেরা স্বাধীনভাবে ও নিজস্ব সিদ্ধান্তে কাজ করেছেন৷

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।