রাশিয়ার কুরস্কে ইউক্রেনের অনুপ্রবেশ বৈধ: ন্যাটো - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৩৯, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

রাশিয়ার কুরস্কে ইউক্রেনের অনুপ্রবেশ বৈধ: ন্যাটো

editorbd
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৪
রাশিয়ার কুরস্কে ইউক্রেনের অনুপ্রবেশ বৈধ: ন্যাটো

যুক্তরাষ্ট্র অফিস: যুক্তরাষ্ট্র অফিস: রাশিয়ার কুরস্কে ইউক্রেনের অনুপ্রবেশ বৈধ এবং তা কিয়েভের আত্মরক্ষার অধিকারের অন্তর্ভুক্ত বলে মন্তব্য করেছেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ। রুশ ভূখণ্ডে অগ্রসর হওয়ার প্রথম প্রতিক্রিয়ায় জার্মান সাপ্তাহিক পত্রিকা ওয়েল্ট অ্যাম সোনট্যাগকে এ কথা বলেছেন তিনি। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

জার্মান ওই পত্রিকাকে স্টলটেনবার্গ বলেন, ‘ইউক্রেনের আত্মরক্ষার অধিকার আছে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী, এই অধিকার সীমান্তের মধ্যেই সীমাবদ্ধ না।’তবে ন্যাটোকে ইউক্রেনের পরিকল্পনা সম্পর্কে আগে থেকে জানানো হয়নি এবং সেগুলোতে সংস্থাটির কোনও ভূমিকা নেই বলেও পরিষ্কার করেছেন তিনি। ন্যাটো প্রধান এ-ও বলেছিলেন, রাশিয়ার ভূখণ্ডে অগ্রসর হওয়ার সঙ্গে ইউক্রেন একটি ঝুঁকির মধ্যে রয়েছে। তবে ইউক্রেন কীভাবে সামরিক অভিযান পরিচালনা করবে তা দেশটির ওপরই নির্ভর করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।