আত্মবিশ্বাসী লিটন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১০:৩৯, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

আত্মবিশ্বাসী লিটন

editorbd
প্রকাশিত সেপ্টেম্বর ১, ২০২৪
আত্মবিশ্বাসী লিটন

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন নিজের চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন লিটন দাস। তার ১৩৮ রানের অনবদ্য এক ইনিংসের সুবাদে বাংলাদেশ দল এখন চালকের আসনে। অথচ দিনের শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। ২৬ রানে ৬ উইকেট হারানোর পর মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের সঙ্গে অবিশ্বাস্য জুটি গড়ে দলকে টেনে নিয়ে গেছেন লিটন।

দুর্দান্ত এই ইনিংস ও বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পেছনে মিরাজের অবদান বেশি বলে মনে করেন লিটন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমি তো আশাই করিনি (সকালের সেশনের) পানি পানের বিরতির আগে আমাকে নামতে হবে। আমি কিছুটা নার্ভাস ছিলাম। মিরাজের সঙ্গে আলাপ হচ্ছিলো ওরা (পাকিস্তান) তো মোমেন্টাম পেয়ে গেছে। আমরা ক্রিজে কিছু সময় কাটাই, দেখি কী হয়! তবে, পাকিস্তানি বোলারদের মিরাজ কয়েকটি বাউন্ডারি মারে। তার সেসব চার বেশ দ্রুত এসেছিল। তখনই আত্মবিশ্বাস ফিরে আসে।’

টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির ইনিংসটি তার ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ। শ্রীলঙ্কার বিপক্ষে করা ১৪১ রান লিটনের সেরা। তুলনা করতে গিয়ে লিটন বলেছেন, ‘সত্যি বলতে তেমন কিছু না। আমি শ্রীলঙ্কার সঙ্গে ১৪১ রান করেছিলাম, ওই একই পরিস্থিতি। এটাকেও ভালো ইনিংস বলছি। আমিও ভাগ্যবান এমন একটা সুযোগ এসেছে। আমি খুশি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।