কাঠবাদাম কতক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন? - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:২৩, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

কাঠবাদাম কতক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন?

editorbd
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৪
কাঠবাদাম কতক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন?

ডেস্ক রিপোর্ট: প্রতিদিনের খাদ্য তালিকায় বাদাম ও বীজের মতো খাবারগুলো রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। পরিমিত পরিমাণ বাদাম নিয়মিত খেলে হৃদরোগের ঝুঁকি কমে। সকালের খাবারে রাখতে পারেন স্বাস্থ্যকর কাঠবাদাম। এটি ভিজিয়ে রেখে তারপর খেতে হয়। পানিতে ভিজিয়ে রাখা কাঠবাদাম খেলে সর্বোচ্চ পরিমাণে ফাইবার, প্রোটিন, মনোস্যাচুরেটেড ফ্যাট, পলিআনস্যাচুরেটেড ফ্যাট, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন-ই, ফাইটোস্টেরল, ফেনোলিক অ্যাসিড এবং আরও অনেক পুষ্টি উপাদান মেলে। খাওয়ার আগে কাঠবাদাম কতক্ষণ ভিজিয়ে রাখবেন জেনে নিন।

বাদাম ভিজিয়ে রেখে খেলে পুষ্টিমান বাড়ে এবং সহজে হজম হয়। কাঠবাদামে ফাইটিক অ্যাসিড এবং এনজাইম ইনহিবিটর নামে পরিচিত প্রাকৃতিক পদার্থ থাকে, যা পুষ্টি শোষণে সহায়তা করে। বাদাম ভিজিয়ে রাখলে হজমে সহায়তাকারী এনজাইমগুলো সক্রিয় হয়।

কাঠবাদাম ভিজিয়ে রাখার আদর্শ সময় হচ্ছে ৮ থেকে ১২ ঘণ্টা। এই সময়ের জন্য ভিজিয়ে রাখলে তা ফাইটিক অ্যাসিড ভেঙে ফেলতে সাহায্য করে ও বাদামে থাকা পুষ্টি উপাদানগুলোকে আরও হজমযোগ্য করে তোলে। এর মানে হলো আপনার শরীর ম্যাগনেসিয়াম, আয়রন এবং জিঙ্কের মতো পুষ্টিকে আরও কার্যকরভাবে শোষণ করতে পারে। ভেজানোর সময় সক্রিয় এনজাইমগুলো প্রোটিন এবং চর্বি ভেঙে ফেলতে সাহায্য করে, যা সহজেই হজম হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।