ডেস্ক রিপোর্ট: রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ আধিপত্য বিস্তার করে খেলছে। একই ভেন্যুতে আগের ম্যাচে প্রথমবার টেস্টে পাকিস্তানকে হারানোর পর এবার হোয়াইটওয়াশের স্বপ্ন দেখছে তারা। কিন্তু শেষদিন অর্থাৎ মঙ্গলবারে রাওয়ালপিন্ডির আবহাওয়ার পূর্বাভাস বাংলাদেশের কপালে দুশ্চিন্তা ভাঁজ ফেলেছে।
তিন পেসারে ধ্বংসযজ্ঞ চালিয়ে পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে থামায় বাংলাদেশ। তাতে লক্ষ্য পেয়েছে ১৮৫ রানের। এরই মধ্যে বিনা বাধায় ৪২ রান করে ফেলেছে, আর দরকার ছিল ১৪৩ রান। চতুর্থ দিনের খেলা প্রায় দেড় ঘণ্টা বাকি থাকতেই বৃষ্টির কারণে থামিয়ে দেওয়া হয়, নয়তো সফরকারীরা আরও ব্যবধান কমিয়ে রাখতে পারতো।
বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট খুব ভালো করেই বৃষ্টির কথা জানতো। তাই তো জয়ের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম ওয়ানডের মতো ব্যাটিং করছেন। রান তুলেছেন ওভারপ্রতি ৬ করে। কিন্তু এমন শুরুর পর হুট করেই বন্ধ হয়ে গেলো খেলা। আকাশে মেঘের ঘনঘটা, শঙ্কা রয়েছে বৃষ্টির। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের ফ্লাডলাইটেও কাজ হচ্ছে না।
বৃষ্টির শঙ্কা আছে। সেটা মাথায় নিয়েই কি ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ দল? এমন প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেছেন, ‘এটা বলা মুশকিল। তবে আমাদের লক্ষ্য ছিল বৃষ্টি না হলে আজকের মধ্যে খেলা শেষ করার। সেটি যদি কোনোভাবে না পারতাম, তাহলে কালকে প্রথম সেশনে শেষ করতাম, আমরা এমন পরিকল্পনা নিয়েই ব্যাটিংয়ে নেমেছিলাম।’
শেষ দিন বাংলাদেশের লাগবে ১৪৩ রান। অভাবনীয় কিছু না ঘটলে দেড় সেশনেই হয়তো এই রান তুলে ফেলতে পারবে তারা। কিন্তু অ্যাকুওয়েদারের পূর্বাভাস বলছে, শহরটিতে ম্যাচের পঞ্চম দিন বৃষ্টির নিশ্চয়তা শতভাগ। এমনকি খেলা শুরুর স্থানীয় সময় সকাল ১০টা থেকে বৃষ্টির সম্ভাবনা ৮৩ শতাংশ। তাও আবার হালকা বজ্রসহ বৃষ্টি হতে যাচ্ছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।