লন্ডন অফিস: ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভে রুশ হামলার পর নিজেদের যুদ্ধবিমান আকাশে উড়িয়েছে ন্যাটো দেশ পোল্যান্ড। পোলিশ ও তাদের মিত্রদের বিমানগুলো মঙ্গলবার রাতে মোতায়েন করা হয়। ওই সময় রাশিয়া লভিভে বড় ধরনের হামলা শুরু করে। আট দিনের মধ্যে তৃতীয়বার পোল্যান্ডের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হলো। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
লভিভের মেয়র আন্দ্রেই সাদোভি জানিয়েছেন, নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা একটি ভিডিওতে মেয়র সাদোভি ধ্বংসপ্রাপ্ত একটি ভবনের ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে বলেন, শহরের কেন্দ্রস্থলে স্কুল থেকে শুরু করে ঘরবাড়ি ও ক্লিনিকসহ ৫০টিরও বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। লভিভের আঞ্চলিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এই হামলায় সাতজন নিহত এবং আরও অনেক মানুষ আহত হয়েছেন। ঐতিহাসিক স্থাপত্যে ভরপুর এই শহরের কেন্দ্রস্থলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অনেক ভবন ধ্বংস হয়ে গেছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।