ডেস্ক রিপোর্ট:
ইসলামী ব্যাংক থেকে নামে-বেনামে মোট ঋণের অর্ধেকেরও বেশি নিয়ে গেছে এস আলম গ্রুপ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে নতুন বোর্ডের সভা শেষে ব্যাংকটির নতুন চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ এ কথা বলেন।
নতুন চেয়ারম্যান বলেন, এস আলম গ্রুপ ঋণের অর্ধেকের বেশি নিয়ে গেছেন। তবে পুরো তথ্য পেতে আরও এক সপ্তাহ সময় লাগবে। ইতোমধ্যে তার সম্পদ নতুন করে মূল্যায়ন করা হচ্ছে। এছাড়া ঋণের বিপরীতে যে সব জামানত রয়েছে তা দিয়ে এ ঋণ শোধ করা যাবে না। তাই জামানতের বাইরে যে সব সম্পদ রয়েছে তা বের করার জন্য আইন মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে।
তিনি বলেন, নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার সময় ২৩০০ কোটি টাকা ঘাটতি ছিল। তা প্রতিদিন কমে আসছে। আজকে কমে তা দুই হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে। আশা করি এ বছরের মধ্যে তা ইতিবাচক ধারায় ফিরবে।
তিনি আরও বলেন, অনেক গ্রাহকের এতদিন টাকা তুলতে যে সমস্যা হয়েছে তা আজকের পর আর হবে না। কারণ গত এক সপ্তাহ যে পরিমাণ জমা হয়েছে তারচেয়ে কম বের হয়েছে। নিট ব্যালেন্স থাকছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।