ভুটানকে হারালো বাংলাদেশ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ১০:২৪, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ভুটানকে হারালো বাংলাদেশ

banglanewsus.com
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২৪
ভুটানকে হারালো বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট:

প্রায় তিন মাসের বিরতি। তার ওপর ছিল থিম্পুর উচ্চতা সমস্যা। সব মিলিয়ে ভুটানের বিপক্ষে প্রথম ফিফা প্রীতি ম্যাচ কঠিনই ছিল বাংলাদেশের জন্য। তারপরও সব প্রতিকূলতা ছাপিয়ে কঠিন এক ম্যাচ জিতেছে হাভিয়ের কাবরোর দল। প্রথমার্ধে শেখ মোরসালিনের লক্ষ্যভেদে বাংলাদেশ ১-০ গোলে ভুটানকে হারিয়েছে।

বৃহস্পতিবার চ্যাংলিমিথাং স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে শুরুর একাদশে জায়গা হয়নি অধিনায়ক জামাল ভুঁইয়ার।তার বদলে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ডিফেন্ডার তপু বর্মণ।

থিম্পুতে জামালের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন চোট কাটিয়ে ফেরা মোহাম্মদ সোহেল রানা। সোহেলের সঙ্গে চোট কাটিয়ে একাদশে ফিরেছেন আরেক ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমও। এছাড়া ফিরেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। ৪-৪-২ ছকে খেললেও হাভিয়ের কাবরোর দলের খেলাতে ছিল না সেই দাপট। অনেকটা রয়ে সয়ে খেলেছে। প্রতি আক্রমণ নির্ভর বললেও ভুল হবে না। বরং স্বাগতিক ভুটান আক্রমণে কিছুটা এগিয়ে ছিল। তবে তাদের যোগ্য নম্বর নাইন না থাকায় গোলকিপার মিতুল মারমার পরীক্ষা সেভাবে নিতে পারেনি। উল্টো শুরুর ৫ মিনিটেই বাংলাদেশ এগিয়ে গেছে। ডান প্রান্ত থেকে রাকিব হোসেনের ক্রস গোলকিপার পোস্ট ছেড়ে বেরিয়ে ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি। সামনে থাকা মোরসালিনের পায়ে লেগে বল আবারও গোলকিপারের শরীরে লেগে পোস্টের দিকে ছুটতে থাকে। সুযোগ পেয়ে দ্রুত ডান পায়ের টোকায় বাকিটুকু কাজ সারেন মোরসালিন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।