ডেস্ক রিপোর্ট: আগামী অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু শেখ হাসিনা সরকার পতনের পর নিরাপত্তাজনিত উদ্বেগ প্রকাশ করে বিশ্বকাপ সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। এই বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ ‘এ’ দলের মোড়কে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে শ্রীলঙ্কায় গিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রবিবার দুই ওয়ানডের সিরিজের প্রথমটিতে মাঠে নামছে নিগার সুলতানা জ্যোতিরা।
নিজেদের কন্ডিশনে বিশ্বকাপ হবে ভেবে নিয়েই প্রস্তুতি নিচ্ছিলেন মেয়েরা। কিন্তু হুট করে বিশ্বকাপ সরে যাওয়াতে কিছুটা বিপাকে পড়ে যায় দল। বিশ্বকাপের আগে কোনও সিরিজও ছিল না। ফলে ‘এ’ দলের মোড়কে জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারদের নিয়েই গঠন করা হয়েছে দলটি। সর্বশেষ খেলা এশিয়া কাপের দলের ফাহিমা খাতুন, তাজ নাহার, শামীমা সুলতানা ও সোবহানা মোস্তারি না থাকলেও লঙ্কান ‘এ’ দলের বিপক্ষে এই সিরিজে তাদের রাখা হয়েছে। জাতীয় দলের অধিনায়ক জ্যোতি ও সহ-অধিনায়ক নাহিদা আক্তারও আছেন। যদিও এই দলকে নেতৃত্ব দেবেন রাবেয়া আক্তার। ভবিষ্যৎ নেতৃত্বের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া।
বিশ্বকাপ প্রস্তুতির এই সিরিজের প্রথম ম্যাচ রবিবার। পানাগোডার আর্মি গ্রাউন্ডে দুই ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠে গড়াবে। দ্বিতীয় ও শেষ ওয়ানডেটি ম্যাচটি কলম্বোর থুরস্তানে হবে। ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। কলম্বোর পি সারা ওভালে ১২ ও ১৩ সেপ্টেম্বর হবে প্রথম দুটি টি-টোয়েন্টি। সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে তৃতীয় ম্যাচ হবে ১৫ সেপ্টেম্বর। ১৭ সেপ্টেম্বর থুরস্তান এবং ১৯ সেপ্টেম্বর কলম্বো কোল্টসে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।