ডেস্ক রিপোর্ট:
সরকার পতনের পর পুরো দেশেই দাবি দাওয়া আদায়ে সভা-সমাবেশ চলছে। এর বাইরে নয় ক্রীড়াঙ্গন। গত ৫ আগস্ট সরকার পতনের পর প্রায় প্রতিদিনই দেখা গেছে, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে অনেককে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের প্রাঙ্গণে ভিড় করতে। সেই তালিকায় এবার যুক্ত হলেন দেশের ৬৪ জেলার ক্রিকেটাররা। তারা বোর্ড সভাপতি ফারুক আহমেদ বরাবর ১৭ দফা দাবি পেশ করেছেন। বিসিবি অবশ্য ক্রিকেটারদের বেশিরভাগ দাবি মেনে নেওয়ার আশ্বাসও দিয়েছে।
রবিবার দুপুরে বিসিবির নবনির্বাচিত বোর্ড সভাপতি ফারুক আহমেদ ও নতুন বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের ছবি সংবলিত ব্যানার নিয়ে বাংলাদেশের ৬৪ জেলার ক্রিকেটাররা হাজির হয়েছিলেন। জেলা ক্রিকেটকে নতুন করে সাজাতেই তাদের এই উদ্যোগ। ঘরোয়া ক্রিকেটের নির্দিষ্ট ক্যালেন্ডারের পাশাপাশি তারা জাতীয় ক্রিকেট লিগের প্রত্যেক বিভাগে দ্বিতীয় সারির আরেকটি দল রাখার দাবি জানান। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে প্রতি বছর তিন সংস্করণের লিগ আয়োজনের কথাও বলেন তারা। বিশেষ করে প্রথম বিভাগে আলাদা করে টি-টোয়েন্টি আয়োজনের ওপর জেলার ক্রিকেটাররা গুরুত্ব দিয়েছেন।
এর বাইরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের সেরা ৩০ জন ক্রিকেটারসহ ৯০ জন ক্রিকেটারকে তারা বেতনের আওতায় আনার কথা বলেছেন। দাবির মধ্যে বোর্ডের অধীনে ক্যাম্পিংয়ের সুযোগের কথাও বলা হয়েছে। এর বাইরে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং ও ভালো উইকেটে খেলার নিশ্চয়তা তারা চেয়েছেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।