ডেস্ক রিপোর্ট:
মণিপুরের অস্থির পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-এর নেতৃত্বাধীন বিজেপি সরকার কেন্দ্রের কাছে ৮ দফা দাবি পেশ করেছে। এর মধ্যে অন্যতম দাবি হলো উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তা ব্যবস্থাপনা তদারককারী ইউনিফাইড কমান্ডের নিয়ন্ত্রণ রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া। বর্তমানে এই কমান্ড নিরাপত্তা উপদেষ্টার মাধ্যমে পরিচালিত হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
সূত্র জানায়, মুখ্যমন্ত্রী বীরেন সিং এবং বিজেপি ও তার মিত্র দলের বিধায়করা রাজ্যপাল লক্ষ্মণ আচার্যের কাছে এই দাবিগুলোর তালিকা জমা দিয়েছেন। তাদের দাবি অনুযায়ী, সংবিধানের আওতায় নির্বাচিত সরকারকে ইউনিফাইড কমান্ডের পূর্ণ ক্ষমতা ও দায়িত্ব দেওয়া উচিত।
দাবিগুলোর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কুকি বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারের অস্ত্রবিরতির চুক্তি বাতিল করা, যাতে নিরাপত্তা বাহিনী কঠোর অভিযান পরিচালনা করতে পারে। চলতি বছরের জানুয়ারিতে মণিপুরের একটি সর্বদলীয় বৈঠকেও কেন্দ্র ও রাজ্য সরকারকে এই চুক্তি বাতিলের আহ্বান জানানো হয়েছিল, যাতে কুকি বিদ্রোহীদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অভিযান চালানো সম্ভব হয়।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।