আপাতত সাক্ষাৎকার দিতে আগ্রহী নন পুতিন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৪:১২, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

আপাতত সাক্ষাৎকার দিতে আগ্রহী নন পুতিন

banglanewsus.com
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৪
আপাতত সাক্ষাৎকার দিতে আগ্রহী নন পুতিন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদক ইভান গেরশকোভিচকে সাক্ষাৎকার দিতে আগ্রহী নন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া তিনি অন্য কোনও পশ্চিমা সংবাদমাধ্যমের সঙ্গেও আপাতত আলাপচারিতায় বসবেন না। সোমবার (৯ সেপ্টেম্বর) ক্রেমলিন থেকে এসব কথা বলা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়াতে গুপ্তচরবৃত্তির অভিযোগে গেরশকোভিচকে গ্রেফতার করা হয়। এই অভিযোগ তিনি নিজে, তার প্রতিষ্ঠান ও যুক্তরাষ্ট্র অস্বীকার করেছে। ১ আগস্ট পূর্ব-পশ্চিম বন্দি বিনিময়ের সময় তিনি মুক্তি পান। সেই সময় পুতিনের সাক্ষাৎকার নেওয়ার আগ্রহ প্রকাশ করেন গেরশকোভিচ।

সাক্ষাৎকারের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা জানতে চাওয়া হলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, ‘এখন পর্যন্ত আমরা এমন কিছুতে আগ্রহী নই। বিদেশি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার মতো কোনও উপলক্ষ আপাতত নেই।’

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কো সর্বাত্মক অভিযান শুরু করার পর অধিকাংশ পশ্চিমা সাংবাদিক রাশিয়া ছেড়ে গেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।