ভলকার তুর্কের আহ্বান - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ২:২৬, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ভলকার তুর্কের আহ্বান

banglanewsus.com
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৪
ভলকার তুর্কের আহ্বান

ইন্টারন্যাশনাল ডেস্ক:

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক আন্তর্জাতিক আইনের প্রতি ইসরায়েলের ‘অস্পষ্ট অবজ্ঞা’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বিশ্বের দেশগুলোকে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। গাজায় প্রায় এক বছর ধরে চলা যুদ্ধের অবসান এখন অগ্রাধিকার বলে সোমবার (৯ সেপ্টেম্বর) উল্লেখ করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় ইসরায়েল সামরিক অভিযান শুরু করার পর থেকে প্রায় ৪১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলে হামাসের আক্রমণে এক হাজার ২০০ জন নিহত এবং ২৫০ জনকে জিম্মি করা হয়েছিল। এই সংঘাত পশ্চিম তীরে সহিংসতার মাত্রাও বাড়িয়ে তুলেছে।

জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক জেনেভায় পাঁচ সপ্তাহব্যাপী জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল অধিবেশনের শুরুতে বলেন, এই যুদ্ধের অবসান ও একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক সংঘাত প্রতিহত করা জরুরি অগ্রাধিকার। আন্তর্জাতিক আইনের প্রতি এ ধরনের স্পষ্ট অবজ্ঞা মেনে নেওয়া দেশগুলোর উচিত না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।