ভারতে মঙ্গলবারের মধ্যে চিকিৎসকদের কাজে ফিরতে নির্দেশ আদালতের - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ২:২২, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ভারতে মঙ্গলবারের মধ্যে চিকিৎসকদের কাজে ফিরতে নির্দেশ আদালতের

banglanewsus.com
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৪
ভারতে মঙ্গলবারের মধ্যে চিকিৎসকদের কাজে ফিরতে নির্দেশ আদালতের

সাউথ এশিয়া ডেস্ক:

ভারতের সুপ্রিম কোর্ট আন্দোলনরত চিকিৎসকদের মঙ্গলবারের মধ্যে কাজে ফেরার নির্দেশ দিয়েছে। গত মাসে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের এ সময়সীমা বেঁধে দিয়ে সোমবার (৯ সেপ্টেম্বর) আদালত হুঁশিয়ারি দিয়ে বলেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজে না ফিরলে পদক্ষেপ নেওয়া হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পশ্চিমবঙ্গের কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক শ্রেণিকক্ষে ৯ আগস্ট ওই নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি সেখানে প্রশিক্ষণার্থী ছিলেন। তার হত্যাকাণ্ডের পর থেকে শত শত চিকিৎসক কাজ বন্ধ রেখে বিচার দাবি করছেন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় এক পুলিশ স্বেচ্ছাসেবককে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্রীয় পুলিশ গত সপ্তাহে জানিয়েছে, কলেজটির সাবেক অধ্যক্ষকেও দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।