রাশিয়ার পারমাণবিক নীতি কঠোর করার আহ্বান রুশ বিশেষজ্ঞের - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৯:০৯, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

রাশিয়ার পারমাণবিক নীতি কঠোর করার আহ্বান রুশ বিশেষজ্ঞের

banglanewsus.com
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৪
রাশিয়ার পারমাণবিক নীতি কঠোর করার আহ্বান রুশ বিশেষজ্ঞের

ইন্টারন্যাশনাল ডেস্ক:

রুশ ভূখণ্ডে আক্রমণে সমর্থনকারী ন্যাটোভুক্ত দেশগুলোর বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইচ্ছা স্পষ্টভাবে মস্কোর জানান দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন দেশটির প্রভাবশালী পররাষ্ট্রনীতির বিশেষজ্ঞ সের্গেই করাগানোভ। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পশ্চিমের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক পারমাণবিক নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

করাগানোভ রাশিয়ার জনপ্রিয় দৈনিক কমেরসান্ত-এ দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, মস্কো ন্যাটোভুক্ত কোনও দেশে সীমিত পারমাণবিক হামলা চালাতে পারে, যা পূর্ণ মাত্রার পারমাণবিক যুদ্ধে রূপ নেবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।