ইন্টারন্যাশনাল ডেস্ক:
গাজা উপত্যকায় জাতিসংঘ কর্মী ও মানবিক সহায়তা প্রদানকারীদের হত্যায় জবাবদিহির অভাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন । ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন সম্পর্কে গুতেরেস বলেছেন, ‘গাজায় যা হচ্ছে, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এখানে আন্তর্জাতিক মানবিক আইনের মারাত্মক লঙ্ঘন হচ্ছে। বেসামরিকদের জীবনের নিরাপত্তা এখানে একদম অনুপস্থিত।’
গত বছর ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় হামাস। এতে অন্তত ১২ শ’ জন নিহত ও ২৫০ জনকে জিম্মি করা হয়েছে বলে ইসরায়েল দাবি করে আসছে। এর জবাবে শুরু করা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৪১ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।