নেতানিয়াহুকে আর কোনো অর্থ নয়: মার্কিন সিনেটর - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:৩৩, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

নেতানিয়াহুকে আর কোনো অর্থ নয়: মার্কিন সিনেটর

banglanewsus.com
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৪
নেতানিয়াহুকে আর কোনো অর্থ নয়: মার্কিন সিনেটর

যুক্তরাষ্ট্র অফিস:

গাজায় চলমান যুদ্ধের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আর কোনো অর্থ বরাদ্দ দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স।

বুধবার সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি লেখেন, এ সপ্তাহে গাজার একটি ‘মানবিক অঞ্চলে’ ইসরাইলি হামলায় ১৯ জন নিহত এবং বহু আহত হয়েছেন। পশ্চিম তীরে এক মার্কিন কর্মীকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। আর এখন (বুধবার) আরেকটি স্কুলে বোমা হামলা হয়েছে, যেখানে ১৪ জন নিহত হয়েছেন। যার মধ্যে ৬ জন জাতিসংঘের সাহায্যকর্মী ছিলেন।

এর পরই স্যান্ডার্স বলেন, ‘যথেষ্ট হয়েছে। নেতানিয়াহুর যুদ্ধ মেশিনের জন্য আর কোনো অর্থ নয়’।

এদিকে গত শুক্রবার নাবলুসের বাইরে বৈতা শহরে অবৈধ ইহুদী বসতির বিরুদ্ধে প্রতিবাদকালে ২৬ বছর বয়সি তুর্কি আমেরিকান কর্মী আইশেনুর এজগি আইগিকে হত্যা করে ইসরাইলি বাহিনী। এ হত্যাকাণ্ড বিশ্বব্যাপী প্রতিক্রিয়া সৃষ্টি করে।

যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনাকে স্রেফ একটি ‘দুর্ঘটনা’ আখ্যা দেন এবং দাবি করেন যে, গুলিটি মাটিতে লেগে প্রতিফলিত হয়ে আইগিকে আঘাত করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।