যুক্তরাষ্ট্র অফিস:
মধ্যপ্রাচ্যে বাড়তি কয়েক সপ্তাহ মোতায়েন থাকার পর মার্কিন রণতরি ইউএসএস থিওডর রুজভেল্ট যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে দেশটির কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবারের (১২ সেপ্টেম্বর) মধ্যে প্রশান্ত মহাসাগরীয় কার্যালয়ে রুজভেল্ট ফেরার কথা রয়েছে। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ওই অঞ্চলে আরও কিছুদিন রুজভেল্টকে অবস্থান করার নির্দেশ দিয়েছিলেন। অন্য এক রণতরি ইউএসএস আব্রাহাম লিংকন রুজভেল্টের অবস্থানে পৌঁছানোর আগ পর্যন্ত রণতরিটিকে সেখানে অবস্থান করতে বলা হয়েছে।
ইরান ও তার মিত্রদের সম্ভাব্য হামলা থেকে ইসরায়েলকে নিরাপদ রাখতে এবং সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের সুরক্ষা দিতে সম্প্রতি মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়িয়েছে বাইডেন প্রশাসন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।