ইন্টারন্যাশনাল ডেস্ক:
ইউক্রেন যদি তাদের মিত্রদের কাছ থেকে পশ্চিমা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অনুমতি পায় এবং রাশিয়ার গভীরে হামলা চালায়, তবে কিয়েভকে ‘বড় গলিত স্থানে’ পরিণত করা হবে। শনিবার (১৫ সেপ্টেম্বর) এই হুমকি দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এ খবর জানিয়েছে।
দিমিত্রি মেদভেদেভ এমন সময় এই হুমকি দিলেন যখন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য কিয়েভকে রাশিয়ার ভেতরে কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য পশ্চিমা অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। মেদভেদেভ প্রায়ই পারমাণবিক অস্ত্র নিয়ে বক্তব্য দেন।
তিনি বলেছেন, ইউক্রেনের কুরস্ক অঞ্চলে আক্রমণের পর রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য ‘আনুষ্ঠানিক’ ভিত্তি ইতোমধ্যে তৈরি হয়েছে। তবে, এর বদলে নতুন প্রযুক্তি ব্যবহার করে কিয়েভকে একটি ‘বৃহৎ গলিত স্থানে’ পরিণত করা যেতে পারে।
টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় মেদভেদেভ বলেন, আমরা অনেক ধৈর্য দেখিয়েছি। তবে দম্ভপূর্ণ অ্যাংলো-স্যাক্সন নির্বোধরা এটা বুঝতে চায় না যে, যেকোনও ধৈর্যেরও শেষ আছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।