সাউথ এশিয়া ডেস্ক:
ছয় মাস কারাভোগ শেষে মুক্তি পাওয়ার দুদিন পরই মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টি (এএপি)-এর নেতা অরবিন্দ কেজরিওয়াল। একটি দলীয় সভায় এই ঘোষণা দিয়েছেন তিনি। তার এমন ঘোষণায় হতবাক হয়েছেন বিরাধীনেতাসহ তার সমর্থকরাও। স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।
এ বিষয়ে কেজরিওয়াল বলেন, ‘দুই দিন পর আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব। জনগণ তাদের রায় ঘোষণা না করা পর্যন্ত আমি দায়িত্বে ফিরব না। দিল্লিতে নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি। আমি আইনি আদালত থেকে ন্যায়বিচার পেয়েছি। এখন জনগণের আদালতে থেকে ন্যায়বিচার চাই।’
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।