ডেস্ক রিপোর্ট:
ব্রাইটন অ্যান্ড হোভস অ্যালবিওনের বিপক্ষে পয়েন্ট হারিয়ে আন্তর্জাতিক বিরতিতে গিয়েছিল আর্সেনাল। রবিবার নর্থ লন্ডন ডার্বি শেষে আবার জয়ে ফিরলো তারা। টটেনহ্যাম হটস্পারের মাঠে ১-০ গোলে জিতেছে গানাররা।
৬৪ মিনিটে গ্যাব্রিয়েল মেগালহায়েস হেড করে জাল কাঁপান। কর্নার থেকে উড়ে আসা বল লাফিয়ে জালে জড়ান তিনি।
গুরুত্বপূর্ণ দুই মিডফিল্ডার ডেকলান রাইস ও মার্টিন ওডেগার্ডকে ছাড়া নর্থ লন্ডন ডার্বিতে তারা আধিপত্য ধরে রাখলো। নরওয়ের হয়ে খেলতে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছেন ওডেগার্ড। ব্রাইটনের বিপক্ষে লাল কার্ডের নিষেধাজ্ঞায় আছেন রাইস।
মাঝমাঠের দুই নির্ভরযোগ্য খেলোয়াড়ের না থাকার প্রভাব পড়েছিল দলের পারফরম্যান্সে। ফিনিশিংয়ের অভাবে গোলই হচ্ছিল না। অবশেষে ব্রাজিলিয়ান ডিফেন্ডারের গোলে জয় পেয়ে গেলো মিকেল আর্তেতার শিষ্যরা। ফেব্রুয়ারির পর প্রথম গোল ছিল মেগালহায়েসের।
টানা দুইবারের রানার্সআপরা চার ম্যাচে তৃতীয় জয়ে ১০ পয়েন্ট নিয়ে উঠে গেলো দুই নম্বরে। বৃহস্পতিবার আতালান্তার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ শুরুর আগে লিগের শীর্ষ দল ম্যানসিটির (১২) সঙ্গে ব্যবধান দুই পয়েন্টে নামালো। আগামী সপ্তাহে দুই দল মুখোমুখি হবে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।