মাদুরের অভিযোগ প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

Daily Ajker Sylhet

banglanewsus.com

১৬ সেপ্টে ২০২৪, ০৪:২১ পূর্বাহ্ণ


মাদুরের অভিযোগ প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র অফিস:

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র ষড়যন্ত্রের অভিযোগ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ভেনিজুয়েলার সরকারের অভিযোগ ছিল যে সিআইএ এই চক্রান্তে নেতৃত্ব দিচ্ছে।

তবে ওয়াশিংটন এই অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে নাকচ করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ভেনিজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী ডিওসদাদো ক্যাবেলো জানান, তিন জন মার্কিন নাগরিক, দুজন স্প্যানিশ ও একজন চেক নাগরিককে আটক করা হয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলে সন্দেহ করা হচ্ছে।

ক্যাবেলো এই আটককৃতদের ‘ভাড়াটে সেনা’ হিসেবে অভিহিত করে দাবি করেন, ‘সিআইএ এই অভিযানের নেতৃত্ব দিচ্ছে’ এবং ৪০০-এর বেশি অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দফতর এই অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে দাবি করেছে, একজন মার্কিন সামরিক সদস্যকে আটক করা হয়েছে এবং আরও দুজন মার্কিন নাগরিককে আটকের খবর রয়েছে।

ক্যাবেলো পাল্টা অভিযোগ করে বলেছেন, আটক ব্যক্তিরা পূর্ব ইউরোপের ‘ফরাসি ভাড়াটে সেনাদের’ সঙ্গে যোগাযোগ করেছিল এবং ভেনিজুয়েলায় হামলার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।