দিল্লির মঞ্চে মুগ্ধতা ছড়ালেন ঢাকার স্নিগ্ধা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:১৯, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

দিল্লির মঞ্চে মুগ্ধতা ছড়ালেন ঢাকার স্নিগ্ধা

editorbd
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২৪
দিল্লির মঞ্চে মুগ্ধতা ছড়ালেন ঢাকার স্নিগ্ধা

ডেস্ক রিপোর্ট:

জাজ মাল্টিমিডিয়ার ‘রাস্তা’ সিনেমায় দেখা যাবে তাকে। রায়হান রাফীর পরিচালনায় এ সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করবেন স্নিগ্ধা। খবরটি ২০২২ সালের হলেও ছবিটির ভবিষ্যৎ সম্পর্কে এখনও জানা যায়নি।

তবে দেশের বাইরে থেকে ভালো খবর নিয়ে ফিরেছেন স্নিগ্ধা। ভারতের অনুষ্ঠিত জিআইসিডব্লিউ ফ্যাশন-উইক মাতিয়ে এলেন ঢাকার এই নবাগতা নায়িকা। ১২ থেকে ১৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে এই ফ্যাশন-উইক অনুষ্ঠিত হয়।

ভারতের সবচেয়ে বড় এই ফ্যাশন-উইকে এবারই প্রথম বাংলাদেশের নাম লেখালেন স্নিগ্ধা। ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির নামকরা সব তারকা মডেলদের সঙ্গে ক্যাটওয়াক করে ইতিহাস গড়লেন এই মডেল।

বাংলাদেশের আশিকুর রহমান পনির কোরিওগ্রাফিতে স্নিগ্ধা মুগ্ধতা ছড়ান এই আয়োজনে। স্নিগ্ধা জানান, পনি বেনারসি শাড়ি দিয়ে কাপড় তৈরি করেন, যেগুলো পরে হেঁটেছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।