ইন্টারন্যাশনাল ডেস্ক:
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি বহুতল ভবনে হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার এই হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন। ভবনের অনেক বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
শহরটির মেয়র ইহোর তেরেখোভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছেন, রাশিয়া একটি ‘গাইডেড বোমা’ ব্যবহার করেছিল। ভবনটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ৬০ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। হামলাস্থলে উদ্ধারকর্মীরা সক্রিয় আছেন বলেও তিনি জানিয়েছেন।
খারকিভ রাশিয়ার সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক অভিযান শুরুর পর থেকেই মস্কোর প্রায় নিয়মিত লক্ষ্যবস্তুতে পরিণত হয়ে আছে শহরটি।
স্থানীয় সম্প্রচারমাধ্যম সাসপিলনে জানিয়েছে, ভবনের একটি প্রবেশদ্বারের নিকটবর্তী গাছের ওপর বোমাটি পতিত হয়। এতে আশেপাশের বেশকিছু গাড়িতে আগুন ধরে যায় এবং কয়েকটি বিস্ফোরিত হয়।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।