পানি নিষ্কাশনে ঐকমত্যে পৌঁছেছে চীন-জাপান - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৪:০৪, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

পানি নিষ্কাশনে ঐকমত্যে পৌঁছেছে চীন-জাপান

editorbd
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২৪
পানি নিষ্কাশনে ঐকমত্যে পৌঁছেছে চীন-জাপান

সাউথ এশিয়া ডেস্ক:

ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে দূষিত পানি নিষ্কাশনের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে চীন ও জাপান। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। গত বছরের আগস্ট থেকে উভয় পক্ষের মধ্যে কয়েকদফা আলোচনার পর চুক্তিটি হয়।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর কাঠামোর মধ্যে একটি দীর্ঘমেয়াদি আন্তর্জাতিক পর্যবেক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য জাপানের প্রতিশ্রুতিই ছিল এ ঐকমত্যের কেন্দ্রে। এ চুক্তিতে নিষ্কাশন প্রক্রিয়ার মূল ধাপগুলো থাকবে। চীনসহ অন্যান্য অংশীজনরা স্বাধীনভাবে নমুনা বাছাই, পর্যবেক্ষণ ও আন্তঃগবেষণাগারে পরীক্ষার ফল তুলনা করতে পারবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।