সাউথ এশিয়া ডেস্ক:
ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৩১ মাওবাদী নিহত হয়েছেন। শনিবার (৫ অক্টোবর) নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্তের একটি বনের কাছে হওয়া এই অভিযানকে ‘সফল’ বলে বিবেচনা করছে নিরাপত্তা বাহিনী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে, ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) ও স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) শুক্রবার মাওবাদ বিরোধী অভিযান শুরু করে। শনিবার দুপুর ১২টা ৩০ মিনিটে তাদের সন্ধান পাওয়ার পর থেকে সংঘর্ষ শুরু হয়।
তারা আরও জানিয়েছে, অভিযানে ‘একে’ সিরিজের একাধিক অ্যাসল্ট রাইফেলসহ বিভিন্ন রকমের অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মাওবাদীদের উপস্থিতির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই যৌথ অভিযানের অংশ হিসেবে ওরচা ও বারসুর থানার অন্তর্গত গোভেল, নেন্দুর ও থুলথুলি গ্রামের পৃথক বাহিনী প্রেরণ করা হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসব গ্রামে চিরুনি অভিযান পরিচালনা করেছেন।
নেন্দুর ও থুলথুলি গ্রামের কাছে একটি বনে দুপুরবেলা গোলাগুলি শুরু হয়। বনের গভীরে পালিয়ে যাওয়া কয়েকজন মাওবাদী সদস্যকে অত্যন্ত সতর্কতার সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অনুসরণ করছেন বলে সূত্রগুলো জানিয়েছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।