মসজিদ-মাদ্রাসায় অমুসলিমের দান নেওয়া যাবে - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:০৯, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

মসজিদ-মাদ্রাসায় অমুসলিমের দান নেওয়া যাবে

editorbd
প্রকাশিত অক্টোবর ৫, ২০২৪
মসজিদ-মাদ্রাসায় অমুসলিমের দান নেওয়া যাবে

ডেস্ক রিপোর্ট:

আমাদের এলাকায় অমুসলিমদের একটি সামাজিক সংগঠন রয়েছে। তারা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে থাকে। এবার তারা আমাদের এলাকায় বেশ কিছু উন্নয়নমূলক কাজের উদ্যোগ নিয়েছে। এর আওতায় তারা এলাকার মসজিদেও উন্নয়নের জন্য অনুদান দিতে চাচ্ছে।

এ বিষয়ে ইসলামের বিধান হচ্ছে, মসজিদ মুসলিম উম্মাহর ইবাদতের স্থান। ইসলামের অন্যতম প্রধান শিআর বা নিদর্শন। এর রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় উন্নয়ন ও যাবতীয় খরচের ব্যবস্থা করা মুসলমানদেরই দায়িত্ব ও কর্তব্য।

কুরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন- আল্লাহর মসজিদসমূহকে তো তারাই আবাদ করবে, যারা আল্লাহ ও কিয়ামত দিবসের প্রতি ঈমান এনেছে, নামাজ কায়েম করেছে, জাকাত প্রদান করেছে এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করেনি, এরূপ লোকদের সম্পর্কে আশা করা যায় যে, তারা হেদায়াতপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। (সূরা তাওবা: ১৮)

এই আয়াতের তাফসিরে ইমাম আবু বকর জাসসাস (রহ.) বলেন, এ আয়াতের দাবি হল, মসজিদে প্রবেশ, মসজিদ নির্মাণ, এর রক্ষণাবেক্ষণ সংশ্লিষ্ট যাবতীয় বিষয়ে কাফেরদেরকে শরীক না করা। (আহকামুল কুরআন ৩/৮৭)

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।