রাজনীতি ডেস্ক:
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিকে শোকজ করেছে দলটি।
শুক্রবার ( অক্টোবর ) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠিতে এ শোকজ করা হয়।
আগামী ২৪ ঘণ্টার মধ্যে নয়াপল্টনে চিঠির জবাব দিতে বলা হয়েছে। এর আগে রাজধানীর রামপুরার মহানগর প্রজেক্টে ফ্ল্যাটের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে দীপ্ত টিভির কর্মকর্তা তানজিল জাহান তামিমকে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় এরই মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় আসামির তালিকায় তিন নম্বরে রয়েছে শেখ রবিউল আলম রবির নাম।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।