বিবাহ ও তাকদিরে ইসলামের বক্তব্য - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:৩২, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

বিবাহ ও তাকদিরে ইসলামের বক্তব্য

editorbd
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৪
বিবাহ ও তাকদিরে ইসলামের বক্তব্য

ডেস্ক রিপোর্ট:

জন্ম মৃত্যুর মত বিয়ে শাদী ইত্যাদি সবকিছুই নির্ধারিত রয়েছে। তাকদিরে লিপিবদ্ধ রয়েছে। তাকদিরে যার সঙ্গে বিয়ের কথা লিখিত রয়েছে, তার সঙ্গেই বিয়ে হবে।

শত চেষ্টা করলেও কাউকে বিয়ে করা যাবে না, যদি না তাকদিরে লেখা থাকে বা আল্লাহর হুকুম হয়। তাকদির আল্লাহ লিখে রেখেছেন। এবং পরবর্তীতে আল্লাহ তাকদিরকে পরিবর্তনও করে দিতে পারেন। তাই বান্দা সর্বোচ্চ চেষ্টা করবে ভালো পাত্রি/পাত্র দেখে বিবাহ করতে। এটি তাকদিরের বিষয়।

এ বিষয়ে আলোচনা করতে রাসূল সা. নিষেধ করেছেন। হজরত ইয়াহইয়া বনি আব্দুল্লাহ বিন আবী মুলাইকা তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি একদা হজরত আয়েশা রা. এর কাছে গেলেন। তখন তিনি তাকদির বিষয়ে তাকে কিছু জিজ্ঞাসা করেন, তখন হজরত আয়েশা রা. বলেন, আমি রাসুলকে সা. বলতে শুনেছি যে, যে ব্যক্তি তাকদির বিষয়ে কথা বলে, কিয়ামতের ময়দানে এ কারণে সে জিজ্ঞাসিত হবে। আর যে এ বিষয়ে আলোচনা না করবে, তাকে জিজ্ঞাসা করা হবে না। (সুনানে ইবনে মাজাহ, হাদিস নং-৮৪)

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।