দাবানলের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্য: জোসেপ বোরেল - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:০২, ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

দাবানলের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্য: জোসেপ বোরেল

editorbd
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২৪
দাবানলের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে মধ্যপ্রাচ্য: জোসেপ বোরেল

মির্জা আবুল কাসেম: গাজা যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্য অঞ্চল ‘একটি সম্পূর্ণ দাবানলের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে’ বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেল। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক সম্প্রদায় এটি নিয়ন্ত্রণ করতে অক্ষম বলে মনে হচ্ছে।

সোমবার (৭ অক্টোবর) এক বিবৃতিতে শীর্ষ ইইউ কূটনীতিক আরও বলেন, ইসরাইলে হামলার (হামাসের হামলা) এক বছর পর, পরিস্থিতি কেবল খারাপের দিকে যাচ্ছে। তিনি বলেন, এ অঞ্চলের মানুষ আগের চেয়ে আরও বেশি নিরাপত্তাহীন। তারা কেবল সহিংসতা, ঘৃণা ও প্রতিশোধের সীমাহীন চক্রে আটকা পড়েছে।

বোরেল সংশ্লিষ্ট ‘সব ফ্রন্টে’ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেন। প্রসঙ্গত, গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস এক বছর আগে ইসরায়েলে ঢুকে ১,২০০ জনেরও বেশি লোককে হত্যা করে। অনেককেই করা হয় জিম্মি। এরপর ইসরায়েলের আগ্রাসনে গাজায় প্রায় ৪২ হাজার মানুষ নিহত হয়েছে। এরপর চলতি বছরের সেপ্টেম্বরের শেষ দিকে লেবাননেও হামলা চালায় ইসরায়েল। ব্যাপক হারে হামলা বাড়ানোর পর থেকে দেশটিতে হিজবুল্লাহ যোদ্ধা ও বেসামরিক নাগরিকসহ কমপক্ষে ১,৪০০ লোক নিহত হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।