নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট নতুন ঠিকানায় - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:১০, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট নতুন ঠিকানায়

editorbd
প্রকাশিত অক্টোবর ১৭, ২০২৪
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট নতুন ঠিকানায়

Screenshot

নিউইয়র্ক ডেস্ক:

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিস নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে। মঙ্গলবার ( ১ অক্টোবর ) বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্কের একটি বাণিজ্যিক ভবনে কনস্যুলেট অফিস স্থানান্তরিত হয়।

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জানিয়েছে, বাংলাদেশ কনস্যুলেটের নতুন ঠিকানা ৩১-১০ ৩৭ অ্যাভিনিউ, স্যুইট-২০১ (২য় তলা) লং আইল্যান্ড সিটি, নিউইয়র্ক-১১১০১। নতুন ঠিকানা আগের ঠিকানার কাছেই। ১ অক্টোবর থেকে নতুন ভবনে কার্যক্রম শুরু হয়েছে।
নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা জানান, আগের অফিসে চেয়ে পরিসরে বড় নতুন অফিস। এই অফিসে যারা আসবেন তাদের জন্য পে-পার্কিং সুবিধা রয়েছে। তিনি জানান, আগের অফিসে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন অফিস খুঁজতে হয়েছে।

তবে বাংলাদেশ কনস্যুলেটের নিজস্ব ভবন খোঁজা অব্যাহত রয়েছে। বাংলাদেশ কনস্যুলেট-সংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য সবাইকে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের ওয়েব পেজ ও ফেসবুক অ্যাকাউন্ট ফলো করতে অনুরোধ করা হয়েছে। প্রবাসীদের দীর্ঘদিনের দাবি বাংলাদেশ কনস্যুলেটের নিজস্ব ভবন, যা আজো বাস্তবায়িত হয়নি। নিউইয়র্কে নিজস্ব কনস্যুলেট ভবন হলে দেশের ভাবর্মূতি উজ্জ্বলের পাশাপাশি সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।